জমির আল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই প্রতিবেশী। ঘটনায় আক্রান্ত একই পরিবারের দুই মহিলা সহ মোট চারজন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার মানিকচক থানার রামনগর এলাকায়।
জানা যায়, আক্রান্তরা হলো শরৎ মন্ডল (৩৫), গৌরাঙ্গ মন্ডল(৩২), মমতা মণ্ডল (৩০) ও ভারতী মন্ডল (৫৫)। অভিযুক্তরা হল সুধীর মন্ডল, জ্যোতি লাল মণ্ডল সহ মোট চারজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে শরৎ মন্ডলের জমির আল কাটছিল জ্যোতীলাল মন্ডল ও সুধীর মন্ডল। সেই সময় প্রতিবাদ করে শরৎ মন্ডল। তখনই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা আসলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় চারজনকেই চিকিৎসার জন্য নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।